২১ নভেম্বর ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
২৯ সে আগস্ট শনিবার বরিশালের আগৈলঝাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র পুত্র, বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র ছোট ভাই, গৌরনদী-আগৈলঝাড়া আসনে বাংলাদেশ আওয়ামীলীগের ভবিষ্যৎ কান্ডারী, বরিশাল জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ’র ৩৮ তম জন্মদিন উপলক্ষে ছাত্রলীগ নেতা মাহামুদুল ইসলাম সাগর সেরনিয়াবাতের উদ্যোগে উপজেলার সকল এতিমখানা, গৈলায় অবস্থিত বরিশাল বিভাগীয় ছোটমনি নিবাস ও কেন্দ্রীয় মসজিদসহ বিভিন্ন মসজিদে দোয়া মিলাদ এবং গৌরনদী-আগৈলঝাড়াসহ বিভিন্ন মহাসড়কের দু’পাশে ৫ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হবে। শনিবার বাদ আসর বিভিন্ন মসজিদে দোয়া মিলাদের মধ্যে দিয়ে সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ’র ৩৮ তম জন্মদিন পালন অনুষ্ঠিত হবে।