২১ নভেম্বর ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
রিপোর্ট ঃমো রাজু আহম্মেদ,মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলার আঁড়িয়াল খাঁ নদের তীরবর্তী এনায়েতনগর, পূর্ব এনায়েতনগর, লক্ষীপুর, বাঁশগাড়ি, সিডিখান, সাহেবরামপুর ও কয়ারিয়া এলাকার নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ। আজ(শনিবার) সকালে ট্রলারযোগে তিনি উক্ত এলাকা পরিদর্শণ করেন। এসময় তিনি ভাঙ্গনকবলিত গুরুত্বপূর্ণ স্থানে বালির বস্তা ফেলে ভাঙ্গনরোধ কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, ইউএনও আলমগীর হোসেন, কালকিনি পৌর সভার প্রতিষ্ঠাতা প্রশাসক আবুল কালাম আজাদ, আলীনগর এলাকার ইউপি সদস্য হাফিজুর রহমান মিলন সরদার সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।