সোমবার, ০১ মার্চ ২০২১, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরানামঃ- র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প কর্তক পটুয়াখালীর সদর থেকে হত্যাচষ্টা মামলার এজাহার নামীয় আসামী গ্রফতার
র্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশষ আভিযানিক দল কাম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মাঃ রইছ উদ্দিন এর নতত্ব অদ্য ১৪/৫/২০২০ইং দুপুর আনুমানিক ০১.০০ ঘটিকার সময় পটুয়াখালী জেলার সদর থানাধীন মরিচবুনিয়া এলাকায় অভিযান পরিচালনা হত্যা চষ্টা মামলার এজাহার নামীয় পলাতক আসামী মাঃ হালিম হাওলাদার (৪০) , পিতা- আঃ খালক হাওলাদার, সাং- মরিচবুনিয়া, থানা-সদর, জেলা- পটুয়াখালীক গ্রফতার কর। মামলার এজাহার সূত্র জানা যায়, গত ০১/৫/২০২০ইং তারিখ সকাল আনুমানিক ১১.৩০ ঘটিকায় জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী মাঃ সাদক হাসন (জখমী), পিতা- মানাসফ হাওলাদার, ২। অমল দাস (জখমী), পিতা-মনারঞ্জন দাস, ৩। মাঃ বশির হাওলাদার (জখমী), পিতা-মানাসফ হাওলাদারক হত্যার উদ্দশ্য দশীয় অস্ত্র দিয় এলাপাতাড়ি আঘাত করলে তারা মারাত্মক আহত হয় পটুয়াখালী সদর উপজলা স্বাস্ত কমপ্লক্স এ ভর্তি হন। এ সংক্রান্ত মানাসফ হাওলাদার বাদী হয় পটুয়াখালী সদর থানায় মাঃ হালিম হাওলাদারসহ ০৮ জনর বিরুদ্ধ হত্যা চষ্টার মামলা করন (পটুয়াখালীর সদর থানার মামলা নং-১ তারিখ ০১/৫/২০২০) এবং অভিযুক্তদর গ্রফতার র্যাবর সহযাগিতা কামনা করন। তদ্প্রক্ষিত র্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশষ আভিযানিক দল কাম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মাঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে মরিচবুনিয়া এলাকার অভিযান পরিচালনা করে এই মামলার ১নং আসামী মাঃ হালিম হাওলাদার (৪০) , পিতা- আঃ খালেক হাওলাদারকে গ্রফতার করে। গ্রেফতারকৃত আসামিকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়।
স্বাক্ষরিত
মাঃ রইছ উদ্দিন
অতিরিক্ত পুলিশ সুপার
সিনিঃ সহকারী পরিচালক
কাম্পানী অধিনায়ক