২৭ এপ্রিল ২০২৪, ১২:২০ পূর্বাহ্ন, ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, শনিবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রী সেঃ রেকর্ড, বানারীপাড়ায় বৃষ্টি কামনায় ইস্তিসকার নামাজ আদায় দর্শনায় তৃষ্ণার্থ পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ,স্যালাইন এবং শরবত পানি বিতরণ ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় চালক- হেলপার নিহত ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচন প্রতীক পেয়ে ভোটের মাঠে প্রার্থীরা সুন্দরগঞ্জে যুবলীগ নেতা আজমের উপর দুর্বৃত্তদের হামলা চুয়াডাঙ্গায় রাতে বাবাকে নিতে আসতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ছেলের মুত্যু, দু’ বন্ধু মারাত্নক জখম বানারীপাড়ায় বসতঘরে লাগা আগুনে শতবর্ষী বৃদ্ধার করুন মৃত্যু ! বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই: পাকিস্তানের প্রধানমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য কর্মকর্তার ৩ ঘন্টার অভিযানে ১ লক্ষ টাকার অবৈধ জাল জব্দ
পটুয়াখালীর সদর থেকে হত্যাচষ্টা মামলার এজাহার নামীয় আসামী গ্রফতার। আজকের ক্রাইম-নিউজ

পটুয়াখালীর সদর থেকে হত্যাচষ্টা মামলার এজাহার নামীয় আসামী গ্রফতার। আজকের ক্রাইম-নিউজ

শিরানামঃ- র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প কর্তক পটুয়াখালীর সদর থেকে হত্যাচষ্টা মামলার এজাহার নামীয় আসামী গ্রফতার

র‌্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশষ আভিযানিক দল কাম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মাঃ রইছ উদ্দিন এর নতত্ব অদ্য ১৪/৫/২০২০ইং দুপুর আনুমানিক ০১.০০ ঘটিকার সময় পটুয়াখালী জেলার সদর থানাধীন মরিচবুনিয়া এলাকায় অভিযান পরিচালনা হত্যা চষ্টা মামলার এজাহার নামীয় পলাতক আসামী মাঃ হালিম হাওলাদার (৪০) , পিতা- আঃ খালক হাওলাদার, সাং- মরিচবুনিয়া, থানা-সদর, জেলা- পটুয়াখালীক গ্রফতার কর। মামলার এজাহার সূত্র জানা যায়, গত ০১/৫/২০২০ইং তারিখ সকাল আনুমানিক ১১.৩০ ঘটিকায় জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী মাঃ সাদক হাসন (জখমী), পিতা- মানাসফ হাওলাদার, ২। অমল দাস (জখমী), পিতা-মনারঞ্জন দাস, ৩। মাঃ বশির হাওলাদার (জখমী), পিতা-মানাসফ হাওলাদারক হত্যার উদ্দশ্য দশীয় অস্ত্র দিয় এলাপাতাড়ি আঘাত করলে তারা মারাত্মক আহত হয় পটুয়াখালী সদর উপজলা স্বাস্ত কমপ্লক্স এ ভর্তি হন। এ সংক্রান্ত মানাসফ হাওলাদার বাদী হয় পটুয়াখালী সদর থানায় মাঃ হালিম হাওলাদারসহ ০৮ জনর বিরুদ্ধ হত্যা চষ্টার মামলা করন (পটুয়াখালীর সদর থানার মামলা নং-১ তারিখ ০১/৫/২০২০) এবং অভিযুক্তদর গ্রফতার র‌্যাবর সহযাগিতা কামনা করন। তদ্প্রক্ষিত র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশষ আভিযানিক দল কাম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মাঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে মরিচবুনিয়া এলাকার অভিযান পরিচালনা করে এই মামলার ১নং আসামী মাঃ হালিম হাওলাদার (৪০) , পিতা- আঃ খালেক হাওলাদারকে গ্রফতার করে। গ্রেফতারকৃত আসামিকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়।

স্বাক্ষরিত
মাঃ রইছ উদ্দিন
অতিরিক্ত পুলিশ সুপার
সিনিঃ সহকারী পরিচালক
কাম্পানী অধিনায়ক

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019