২১ নভেম্বর ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ মিনারুল ইসলাম ভ্রাম্যমাণ প্রতিনিধি মোঃ আবুল বাশার স্টাফ রিপোর্টার::-
হঠাৎ করেই আলোচনায় আসার পর আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যানের দায়িত্ব পেলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির বড় ছেলে শেখ ফজলে শামস পরশ।
দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন নেতা নয় একজন সাধারণ কর্মী হিসেবে অর্পিত দায়িত্ব পালন করবো। এর আগে শনিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুবলীগের সপ্তম কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এতে পরশকে চেয়ারম্যান ও মাইনুল হোসেন খান নিখিলকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।
পরে লিখিত বক্তব্য দেন যুবলীগের নতুন সভাপতি শেখ ফজলে শামস পরশ। তিনি বলেন আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে সততার সঙ্গে তা পালন করবো। এসময় তিনি পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের হারানোর কথা উল্লেখ করে বলেন ছোটবেলায় মা-বাবা ও অনেক আপনজনদের হারিয়েছি। যে কারণে রাজনীতি থেকে দূরে ছিলাম। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি মানুষের ভালোবাসা ও আস্থা দেখে আশাবাদী হয়েছি।
তাকে দলীয় চেয়ারম্যান হিসেবে বেছে নেয়ায় তিনি যুবলীগের সব স্তরের নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা জানান।