২২ নভেম্বর ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
গৌরনদী প্রতিনিধি:: বরিশালের গৌরনদী উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় খাদিজা বেগম (৩০) নামে এক পথচারী নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে উপজেলা সদর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খাদিজা গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদি গ্রামের ওয়ারেস হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাওয়ার সময় একটি পিকআপভ্যান খাদিজাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় খাদিজাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গৌরনদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহিদুল ইসলাম আজকের ক্রাইম নিউজ কে জানান, এ ঘটনায় পিকআপ ভ্যানচালককে আটক করেছে পুলিশ।