২২ নভেম্বর ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বরিশালে র্যাব-৮ এর অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিদেশী অস্ত্র ও মাদক উদ্ধার।
র্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানিক দল ০৯ জানুয়ারি ২০২০ তারিখ মাদারীপুর জেলার কালকিনি থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মোঃ গিয়াস উদ্দিন নলী নিজ বসত বাড়ীতে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি রাত ০১.৪৫ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে আটক করে। পর্যাপ্ত সাক্ষীদের উপস্থিতিতে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করে তার হেফাজতে মাদক ও অস্ত্র আছে। স্থানীয় সাক্ষীগণের উপস্থিতিতে তাকে তল্লাশি করলে (ক) ০১ টি বিদেশী পিস্তল, (খ) ০১টি ওয়ান শুটার গান, (গ) ০৫ রাউন্ড কার্তুজ, (ঘ) ০১ টি পিস্তলের ম্যাগাজিন এবং (ঙ) ৭৮ (আটাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
ধৃত আসামী তার নাম (১) মোঃ গিয়াস উদ্দিন নলী(৪৩), পিতা- মৃত ওমর আলী নলী, সাং- দক্ষিণ চর আইর কান্দি, থানা- কালকিনি, জেলা- মাদারীপুরের বলে জানায়। তার নামে বরিশাল এবং মাদারীপুর জেলার বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে। র্যাবের এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এই ব্যাপারে র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ আবুল কালাম আজাদ বাদী হয়ে মাদারীপুর জেলার কালকিনি থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেন।