২২ নভেম্বর ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স::টঙ্গীতে প্রেমিকা খুনের দায়ে অভিযুক্ত একটি হত্যা মামলার পলাতক প্রেমিক সুজনকে (২৮) রবিবার মধ্যরাতে বরগুনার আমতলি এলাকা থেকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। সে পটুয়াখালীর রাঙ্গাবালী থানা এলাকার মৃত সুনীল চন্দ্র দাসের ছেলে।
পুলিশ জানায়, টেইলার্স কর্মী সুজন সামাজিক যোগাযোগ মাধ্যমে নোয়াখালীর যমুনা রানী দাসের (৩০) সাথে গত বছরের প্রথম দিকে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সে তাকে বিয়ের প্রস্তাব দিলে গত বছর আগষ্ট মাসে নোয়াখালী থেকে গাজীপুরের কুনিয়া তাঁরগাছ এলাকার সুজনের বাসায় চলে আসে।
পড়ে সে প্রেমিকা যমুনাকে তার বাসায় রেখে লাগাতার ভোগ করে। এক পর্যায়ে যমুনা তাকে বিয়ে করতে চাপ দিলে সে তা অগ্রাহ্য করে বাসা থেকে চলে যেতে বলে। এতে রাজি না হলে ৬ আগষ্ট রাতে ওই প্রেমিক তার প্রেমিকাকে বিষাক্ত দ্রব্য পান করিয়ে খুন করে প্রাইভেটকারে তুলে টঙ্গীর মরকুন এলাকার বালুর মাঠের একটি নির্জন স্থানে ফেলে যায়। ৭ আগষ্ট পুলিশ তার লাশ উদ্ধার করে হত্যা মামলা নং ১৮(৮)২০১৯ দায়ের শেষে ময়ণাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।