২২ নভেম্বর ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেস্ক::::পুলিশের হাতে গ্রেফতার হলেন অভিনেতা মোশাররফ করিম! এমন খবর শোনার পর হয়তো ভক্তরা নড়েচড়ে বসেছেন। অনেকের মনে প্রিয় অভিনেতা কি অপরাধে গ্রেফতার হলেন জানার আগ্রহ জন্মিয়েছে। তবে ভক্তদের এমন চিন্তার কোনো কারণ নেই। কারণ তা রিয়েল লাইফে নয়, রিল লাইফে। ‘আই অ্যাম আন্ডার অ্যারেস্ট’ নামের একটি নাটকে এমন দৃশ্যে দেখা যাবে তাকে।
নাটকের গল্পে সুন্দরী পুলিশ কর্মকর্তা মিস শাহনাজের প্রেমে পড়েন মহল্লার বখাটে যুবক তিতুমীর। তিতুমীর ইদানীং দিবাস্বপ্ন দেখেন, মিস শাহনাজ হাতকড়া পড়িয়ে তাকে থানায় নিয়ে যাচ্ছেন। এই কল্পিত দৃশ্য তিতুমীরকে সদা বিভোর করে রাখে। আর এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।
মুরসালিন শুভ পরিচালিত নাটকটিতে তিতুমীরের চরিত্রে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও মিস শাহনাজের চরিত্রে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা অভিনয় করেছেন। এর চিত্রনাট্য লিখেছেন মুহম্মদ আবু রজীন। সম্প্রতি রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।
‘আই অ্যাম আন্ডার অ্যারেস্ট’ নাটকে মোশাররফ-তিশা ছাড়াও আরও অভিনয় করেছেন শহিদুল্লা সবুজসহ অনেকে। ভালোবাসা দিবস অথবা এর আগে নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে বলে জানান নির্মাতা।