২১ নভেম্বর ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ফরিদপুরের মধুখালীতে লিপি (৩৫) আক্তার নামে এক নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার বাগাট ঠাকুর পাড়ার একটি আখক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত লিপি আক্তার চন্দনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও বাগাট মুন্সি পাড়ার মির্জা শহিদুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বাগাট বাজারে অবস্থিত এনজিও কার্যালয়ে কাজ শেষে ভ্যানযোগে বাড়ি ফেরেন লিপি আক্তার। বাড়িতে আসার পর তার মোবাইলে একটি ফোন আসলে তিনি বের হয়ে যান।
গভীর রাত পর্যন্ত লিপি আক্তার বাড়িতে না ফেরায় স্বামী মির্জা শহিদুল ইসলাম তার মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়। পরে শহিদুল ইসলাম ও পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শুক্রবার সকালে স্থানীয়রা একটি আখক্ষেতে মরদেহ পরে থাকতে দেখে খবর দিলে পরিবারের লোকজন সেখানে গিয়ে লিপি আক্তারকে শনাক্ত বরেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এদিকে নিহত লিপি আক্তারকে বহনকারী ভ্যানচালক সৌখিন (১৬) নিখোঁজ রয়েছে।
মধুখালী থানাও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, লিপি আক্তারের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ বিষয়ে তদন্ত চলছে।