২১ নভেম্বর ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ মিনারুল ইসলাম ভ্রাম্যমাণ প্রতিনিধি::-
চুয়াডাঙ্গার দর্শনায় মাদক বিরোধী অভিযানে ১২ বোতল ফেন্সিডিল সহ বকুল ও হাসিবুল নামের ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরের দিকে দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুরে মাদক বিরোধী অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় গতকাল বুধবার দুপুর ১টার সময় পুলিশ সুপার জাহিদুল ইসলাম এর নির্দেশে দর্শনা তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক নিঃ শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার এস আই জাকির হোসেন, এ এস আই কুদ্দুস আলী এবং সঙ্গীয় ফোর্স সহ দর্শনা ঈশ্বরচন্দ্রপুর সাইদুর এর বাড়ির পাশে পাকা রাস্তার উপর হতে আসামী শরিফুল ইসলাম বকুল ৪০ পিতা- মৃত মুনসুর আলী ও হাসিবুল ইসলাম ২৮ পিতা- মৃত শাহাবুদ্দিন মিয়া উভয় সাং-চুয়াডাঙ্গা সিএনবি পাড়া থানা ও জেলা- চুয়াডাঙ্গা কে ১২ বার বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করে দামুড়হুদা মডেল থানায় মাদক মামলা দায়ের করা হয়।