২১ নভেম্বর ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক:: অভিনেত্রীকে পার্টিতে দাওয়াত করে প্রথমে একত্রে সবাই মিলে মদ পান করে মাতাল হওয়া। এরপর অভিনেত্রীকে গণধর্ষণ করে বিবস্ত্র অবস্থায় ২০তলা থেকে ছুঁড়ে ফেলে হত্যা করা। ২০১৭ সালে মালয়েশিয়ায় ঘটে এই রোমহর্ষক ঘটনা।
তখন মনে করা হয়েছিল, তাকে হত্যা করা হয়নি, বরং নেশাগ্রস্ত অবস্থায় যৌনতায় লিপ্ত হয়ে নিচে পড়ে নিহত হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ বিষয়টি নিয়ে আর এগোয়নি।
নিহত অভিনেত্রীর নাম ইভানা স্মিথ। তিনি মূলত নেদারল্যান্ডের নাগরিক। পুলিশ গুরুত্ব না দিলেও হাল ছাড়েনি ইভানার পরিবার। তারা মালয়েশিয়ার হাইকোর্টে বিষয়টি তদন্তের দাবি জানায়।
আদালতের নির্দেশে আবারও তদন্ত শুরু করে মালয়েশিয়া পুলিশ। এবার তদন্তে তাকে হত্যার আলামত পাওয়া গেছে। পুলিশ এখন বিশ্বাস করছে, ইভানাকে হত্যা করা হয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল ও ডেইলি মিরর শুক্রবার (২৯ নভেম্বর) এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, মামলায় প্রথমে যাদের স্বাক্ষী করা হয়েছিল তাদের আবারও ডাকবে পুলিশ। নতুন করে সাক্ষাৎকার নেয়া হবে।