২১ নভেম্বর ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
নিউজ ডেস্ক::বরিশাল সদর উপজেলাধীন ৭নং চরকাউয়া ইউনিয়নের হিরন নগরে রহিমা বেগম (৩২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ। রবিবার বিকাল সোয়া ৪টার দিকে চরকাউয়া ইউনিয়নের হিরন নগর এলাকায় এ ঘটনা ঘটেছে।
মৃত রহিমা বেগমের বাড়ী ঝালকাঠীর নলছিটি। রহিমার স্বামী মোঃ বাচ্চু মোল্লা বরিশাল নগরীর ভাটার খাল এলাকায় রিকশার মিস্ত্রির কাজ করেন। ৫ বছর আগে মোঃ বাচ্চু মোল্লার সঙ্গে রহিমা বেগমের বিয়ে হয়।
স্থানীরা জানান, রহিমাকে ডাকাডাকি করে কোন সারা শব্দ না পাওয়ায় ঘরের দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখতে পায় রহিমা একটি ওরনার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে পুলিশকে জানালে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।