২১ নভেম্বর ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক::রাজধানীর হাজারীবাগ এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নাদিম বাহাদুর (৩৮) নামে তালিকাভুক্ত এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন।
বুধবার (২০ নভেম্বর) ভোরে র্যাবের টহল দলের সঙ্গে এ ঘটনা ঘটে। নিহত নাদিম নয় মামলার আসামি ছিলেন।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বলেন, হাজারীবাগ এলাকায় র্যাবের একটি টহল দলের সঙ্গে গুলি বিনিময়কালে তালিকাভুক্ত মাদকবিক্রেতা নাদিম বাহাদুর নিহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।