২১ নভেম্বর ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধি:-
বরিশালের আগৈলঝাড়ায় লবনের দাম বেশী হওয়ার গুজবের জন্য বাজার মনিটরিং এ নেমেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা আজরীন তন্বীর নেতৃত্বে উপজেলার সদর বাজারে মনিটরিং করেন তারা। এসময় উপজেলা সদরের সততা ভান্ডারের মালিক সোহরাব হোসেন মোল্লার পিয়াজের দোকানে গেলে দোকানে কাউকে পাওয়া যায়নি। এসময় পাশের দোকানে লোকজনকে বেশী দাম না রাখার জন্য নির্দেশ দেন প্রশাসন। পরে তারা সুলতান ষ্টোরে গিয়ে লবনের দাম জানতে চাইলে পূর্বের নির্ধারিত দামে বিক্রি করে বলে জানান দোকান মালিক সুলতান। প্রশাসনের অভিযানের কথা জেনে লবনের ডিলার জাকির মোল্লা দোকান বন্ধ করে পালিয়ে যায়। প্রশাসনের অভিযানের সময় উপজেলা স্যানেটারি ইন্সেপেক্টর সুকলাল সিকদার, ভূমি অফিসের নাজির সোহেল আমিন, এস আই আব্বাস উদ্দিন ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।