২১ নভেম্বর ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক:
গাইবান্ধার পলাশবাড়ীতে বিউটি বেগম (২৩) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে বাড়ির লোকজন পলাতক রয়েছে।
মঙ্গলবার দুপুরে পলাশবাড়ী পৌর শহরের সিধনগ্রামে শ্বশুরবাড়ি থেকে বিউটির মরদেহ উদ্ধার করে পুলিশ। বিউটি সিধনগ্রামের মামুন মিয়ার স্ত্রী এবং শহরের নুনিয়াগাড়ী গ্রামের আব্দুস ছামাদ মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, তিন বছর আগে বিউটির সঙ্গে মামুনের বিয়ে হয়। তাদের ৯ মাসের একটি ছেলে সন্তান রয়েছে। মঙ্গলবার ভোরে পারিবারিক নানা বিষয় নিয়ে বাকবিতণ্ডার জের ধরে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের মারপিটে বিউটির মৃত্যু হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে মারপিটের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় বিউটির শ্বশুর আব্দুল মজিদকে আটক করা হয়েছে।