২১ নভেম্বর ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: তঁতুলিয়া উপজলার বুড়াবুড়ি ইউনিয়ন পাথর কায়ারীত ডুবে সানি আকা (১০) নাম এক শিশুর মত্যু হয়ছে।
আজ বহস্পতিবার দুপুর বুড়াবুড়ি ইউনিয়নর নারায়নগঞ্জ গ্রাম এই ঘটনাটি ঘটে। মত শিশু সানি ওই গ্রামর সিরাজুল ইসলামের মেয়ে। নারায়নগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়র ৩য় শ্রণীর শিক্ষার্থী।
¯ানীয় ও পুলিশ সূত্র জানা যায়, দুপুর সহপাঠীদের সাথে বাড়ি থেকে প্রায় ৫’শ গছ দূরে পাথর কায়ারীতে গোছল করতে যায়। হঠাৎ সানিক পানিত ডুবে যেতে দেখে সহপাঠীদর চিৎকার আশপাশের লোকজনসহ তার পরিবারর সদস্যরা ছুটে এসে তাকে পানি থেকে উদ্ধার করে উপজলা স্বা¯্য কমপ্লক্স নিয়ে যায়। এসময় হাসপাতালর কর্তব্যরত চিকিৎসক ডা. তফিকুর রহমান খান পাঠান শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
তঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, খবর পেয়ে হাসপাতাল পুলিশ পাঠানা হয়েছে। লাশের সুরতহাল রিপার্ট করা হয়েছে। পরিবারের অভিযোগের প্রক্ষীতে প্রয়াজনীয় আইনগত ব্যব¯া গ্রহণ করা হবে। তবে এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি ইউডি মামলা দায়ের করা হয়ছে।