০৯ নভেম্বর ২০২৫, ০১:১৫ অপরাহ্ন, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, রবিবার, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদরের ধানসিঁড়ি ইউনিয়নের সাচিলাপুর কিস্তাকাঠি স্কুল এন্ড কলেজের সামনে সোমবার সকালে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ১৯ আশ্বিন থেকে ০৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ (৪-২৫ অক্টোবর) মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ বাস্তবায়নের নিমিত্তে সংশ্লিষ্ট অংশীজনের সহিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্য বলেন ২২ দিন মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে জেলেরা মাছ না ধরে এর জন্য তাদের সরকারিভাবে বিভিন্ন সহযোগিতা করা হয়েছে। এরপর যদি কেউ আইন অমান্য করে তাদের বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, ঝালকাঠি সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা , সাচিলাপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোসলেম আলী সিকদার, ধানসিঁড়ি ইউনিয়নের ভার প্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় মৎস্যজীবি, সুধীজনসহ প্রমুখ। সচেতনতামূলক সভায় উপস্থিত সকল মৎস্যজীবিগণ মা ইলিশ আহরণে বিরত থাকার অংগীকার ব্যক্ত করেন।