২১ নভেম্বর ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন
১০ সেপ্টৈম্বর বুধ বার সকাল ১০ ঘটিকায় ময়মনসিং শহরের হোটেল আমির ইন্টারন্যাশনালে টুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিয়নের উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাইমুল হক পিপিএম,পুলিশ সুপার টুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিয়ন। সভাপতিত্ব করেন ফারহান বেগ, স্বত্বাধিকারী সিলভার ক্যাসেল হোটেল এন্ড রিসোর্ট। সভায় আরো উপস্থিত ছিলেন টুর অপারেটর এসোসিয়েশন অব ময়মনসিংহ (টুয়াম) এর সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম রিপন,সেক্রেটারি মমিনুর রহমান প্লাবন,টুয়াম উপদেষ্টা আব্দুল কাদের মুন্না ও উপদেষ্টা ইয়াজধানী। এছাড়াও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন টুর অপারেটর, টুরিস্ট ক্লাব, পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ ও উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে উপস্থিত সবাইকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। ময়মনসিংহ বিভাগের পর্যটনকে আরো আকৃষ্ট এবং প্রচার প্রচারণা করার জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, পর্যটন সংশ্লিষ্ট এলাকাগুলোতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা টুরিস্ট পুলিশের কাজ। তবে সে ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলেই এই পর্যটন ব্যবসা কে কেন্দ্র করে দেশের অর্থনৈতিক উন্নয়ন যেমন হবে তেমনি স্থানীয় জনসাধারণের কর্মসংস্থানের ও সৃষ্টি হবে। তাই তিনি সবাইকে পর্যটক এবং পর্যটন সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে নিবিড় চিত্তে কাজ করার আহ্বান জানান। সভায় সভাপতি সহ উপস্থিত সকলেই সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে বক্তব্য রাখেন