২১ নভেম্বর ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনিধি।।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার দোয়ারিকা গ্রামের ভুক্তভোগী গ্রামবাসী ও স্কুল শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আহমেদের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। তারা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, বিস্ফোরক লাইসেন্স এবং শিল্প মন্ত্রণালয়ের অনুমোদনবিহীন পায়রা রিসাইক্লিং প্লান্ট নামের একটি অবৈধ টায়ার রিসাইক্লিং প্ল্যান্ট বন্ধের জোর দাবি জানিয়েছেন।
প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গাড়ির পুরাতন টায়ার ও কাঠ পুড়িয়ে ঘনবসতিপূর্ণ এলাকায় অবৈধভাবে কার্যক্রম চালিয়ে আসছে। এলাকার আশপাশে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান এবং আবাসিক এলাকা থাকার কারণে শিশু ও বয়স্করা শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১ টায় স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহন, মামুন, জহিরুল, হাফিজ, হাসিব, জাহিদ সহ দোয়ারিকার ছাত্র সমাজ ও যুবসমাজ।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আহমেদ বলেন, এলাকাবাসীর দেয়া স্মারকলিপি তিনি হাতে পেয়েছেন। পরিবেশ বিপর্যয়ের মতো কোনো ঘটনা ঘটলে কিংবা যথাযথ প্রক্রিয়ার বাইরে এ রিসাইকেলিং প্লান্ট গড়ে উঠলে অবশ্যই আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।