১৫ Jul ২০২৫, ১০:১১ অপরাহ্ন, ১৯শে মহর্রম, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের একটি টিম পৃথক পৃথক অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার সকাল ১১টা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানসহ একটি টিম আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি উৎপাদন ও সংরক্ষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা অনুসারে দিলবার হোসেনের প্রতিষ্ঠান মেসার্স হৃদয় মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা ও আব্দুস সুবহানের প্রতিষ্ঠান মেসার্স সোহাগ মিষ্টান্ন ভান্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা করে।
পরবর্তীতে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্যবিহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় করার কারণে নওশাদ বিশ্বাসের ফার্মেসি মেসার্স বিশ্বাস মেডিকেল কেয়ারকে একই আইনের ৩৭ ও ৫১ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।এছাড়া হাটবোয়ালিয়া বাজারে বিভিন্ন ফলের দোকান, শিশু খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান তদারকি করা হয়। এসময় মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য/ঔষধ বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনার কাজে সার্বিক সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর গোলাম ফারুক, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশেরর একটা টিম।