১২ Jul ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন, ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি, শনিবার, ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স : মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে প্রকাশ্যে কটূক্তি করার ঘটনাকে কেন্দ্র করে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামে রবিবার (১৮ জুন) রাতে চরম উত্তেজনা ছড়িয়ে পরে।স্থানীয় তৌহিদী জনতা কটূক্তিকারী তমাল বৈদ্যকে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাংতা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। খবর পেয়ে থানার ওসি মো. অলিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষনিক অভিযান চালিয়ে অভিযুক্ত তমাল বৈদ্যকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃত তমাল রাংতা গ্রামের তাপস বৈদ্যর ছেলে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম জানান, তমাল বৈদ্যর বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার (১৯ জুন) তাকে বরিশাল আদালতে প্রেরণ করা হবে।