১২ Jul ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন, ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি, শনিবার, ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক নতুনখবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক আসাদুজ্জামান আসাদ চিকিৎসারত অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার বেলা ১২ টায় চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক নতুনখবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক আসাদুজ্জামান আসাদ (৪৫) হৃদক্রিয়া বন্ধ হয়ে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।কিছুদিন ধরে পত্রিকাটি বন্ধ থাকায় তিনি চুয়াডাঙ্গা ছেড়ে ঢাকার মিরপুর ও মোহাম্মদপুরে বসবাস করছিলেন।
আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার শিংনগর গ্রামের সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, ভাই, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুম্মা নিজ গ্রাম সিংনগর জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তার মরদেহ দাফন হবে।