১২ Jul ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন, ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি, শনিবার, ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স
বরিশাল সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন পালিয়ে থাকার পরে বুধবার সাড়ে ১০টার দিকে শহরের ২৫ নং ওয়ার্ডের কারিকর বিড়ি ব্রাঞ্চ রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন বিএনপি অফিস পোড়ানোসহ একাধিক মামলায় অভিযুক্ত।
সাবেক এই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বুধবার রাত ১০টার দিকে জসিম উদ্দিন বাড়ির পাশে ব্রাঞ্চ রোডে আসেন। এর কিছুক্ষণ পরেই কোতয়ালি পুলিশের একটি টিম সেখানে পৌঁছে যায়। একপর্যায়ে পুলিশ জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে থানার উদ্দেশে রওনা দেয়।
পুলিশ জানিয়েছে, জসিম উদ্দিনের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপি অফিস পোড়ানোসহ একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে দীর্ঘ ১০ মাস তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সাগরদী ব্রাঞ্চ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।