১২ Jul ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন, ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি, শনিবার, ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ “আখ লাগান শ্রমিক বাঁচান” “মিল বাঁচলে শ্রমিক বাঁচবে”সঠিক পরিচর্যা, অধিক ফলন,
অধিক মুনাফা। আসুন আমরা সবাই মিলে আখ চাষ করি এবং মিলকে বাঁচাই। এই শ্লোগানকে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) এর চুয়াডাঙ্গার আকুন্দবাড়িয়া উপকেন্দ্র কর্তৃক মাঠ দিবস-২০২৫ এর সভাপতিত্ব করেন কেরু এ্যান্ড কোম্পানির মহাব্যস্থাপক (কৃষি) মোঃ আশরাফুল আলম ভূইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু এ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো.রাব্বিক হাসান এফসিএমএ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোবারকগঞ্জ সুগার মিলস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক,মোঃ সাইফুল ইসলাম।পরে
মোবারকগঞ্জ সুগার মিলস লিঃ এর আখ চাষিদেরকে জৈব সার “সোনার দানা” এর ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে শিক্ষামূলক কেরুজ জৈব সার কারখানা আকন্দবাড়ীয়া কৃষি খামার প্রদক্ষিণ করে।