১২ Jul ২০২৫, ০৪:৩৭ অপরাহ্ন, ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি, শনিবার, ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স : ঝালকাঠিতে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং সম্পাদকসহ আওয়ামীপন্থী ১৬জন আইনজীবীর সদস্যপদ বাতিল করেছে জেলা আইনজীবী সমিতি। সমিতির সভাপতি শাহাদাৎ হোসেন ও সাধারণ সম্পাদক মো. নাসিমুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে ১৬জন আইনজীবীর সদস্যপদ বাতিলের বিষয়টি সোমবার দুপুরে নিশ্চিত হওয়া গেলেও এ সমিতির আজীবন সদস্য আওয়ামী লীগের বিতর্কিত নেতা সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমু এবং ব্যরিস্টার শাহজাহান ওমরের নাম ছিলো না বাদ পড়াদের এই তালিকায়। এ নিয়ে অনেকটা মিশ্র প্রতিক্রিয়াও জানিয়েছেন অনেকে।
গণমাধমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর সোমবার রাতে ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহাদাৎ হোসেন। তাদের সিদ্ধান্তের বিস্তারিত ব্যখ্যা দিয়ে জানান, ‘গেলো বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির পুরোনো কমিটির অনেকেই গাঢাকা দেয়।
সমিতির কার্যক্রম চালাতে তখন আমরা একটা অন্তর্বর্তীকালীন কমিটি করি। সেই কমিটির সভায় এ সংগঠনের আজীবন সদস্যের পদে থাকা আমির হোসেন আমু এবং ব্যারিষ্টার শাহজাহান ওমরের সদস্যপদ বাতিল করে দেয়া হয়। সে কারনেই সোমবারের তালিকায় তাদের নাম ছিলোনা। পুর্বের সিদ্ধান্ত মোতাবেক নতুন ছাপানো ওকালতনামায় আমু এবং ওমরের নামও নেই।’
এডভোকেট শাহদাৎ হোসেন আরও জানান, ‘শুধু আওয়ামী লীগ নয়, বিভিন্ন অপরাধে জড়িতদের এ দফায় বাদ দেওয়া হয়েছে। আগামীতে আরও অনেকেই বাদ পড়তে পারেন। তবে সে সিদ্ধান্ত সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে নেয়া হবে।’
আরেক প্রশ্নের জবাবে শাহাদাৎ হোসেন বলেন, ‘কি কারণে বা সমিতির গঠণতন্ত্রের কোন ধারা অনুযায়ী তাঁদের সদস্যপদ বাতিল করা হয়েছে তা চিঠিতে উল্লেখ করা সমিতির গঠনতন্ত্রে উল্লেখ নেই। ওটা রেজুলেশনে থাকবে। সোমবার ১৬ জুন বাদ দেওয়া যাদের তালিকা প্রকাশ হয়েছে তারা হলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল মান্নান রসুল, সমিতির সাবেক সহ-সভাপতি মো. মঞ্জুর হোসেন ও তাঁর ছেলে মো. মোর্শেদ কামাল, সাবেক সরকারি কৌশলী (জিপি) তপন কুমার রায় চৌধুরী, সমিতির সাবেক সাধারণ সম্পাদক এম আলম খান কামাল, সাবেক সাধারণ সম্পাদক আ.স.ম মোস্তাফিজুর রহমান (মনু), সাবেক সভাপতি মাহাবুবুর রহমান তালুকদার, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমিতির সদস্য সচিব জি.কে মোস্তাফিজুর রহমান, সাবেক এপিপি সঞ্জয় কুমার মিত্র, মো. আনোয়ার হোসেন হাওলাদার, কার্তিক চন্দ্র দত্ত, সৈয়দ মো. জাহাঙ্গীর শামীম, তানজিলা হক, মো. আবুল বাশার এবং জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এসএম. রুহুল আমীন রিজভী