১৫ নভেম্বর ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ভোলায় তিন উপদেষ্টাকে অবরুদ্ধ করলেন স্থানীয়রা সিলেটের দক্ষিণ সুরমায় ছাগল চুরি ঘটনা মিথ্যা প্রমাণিত, মুক্তি পেল দুই নিরীহ যুবক মহিলা সমাবেশে জেলা জামায়াত আমীর জামায়াত জান্নাতের টিকিট বিক্রি না,দেয় পখে চলার দিকনির্দেশনা বানারীপাড়ায় কেরামত আলী খান মৃত্যুর দুই বছর পরে পেলেন বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি বরিশাল সহ ২৩ জেলায় নুতান জেলা প্রশাসক নিয়োগ বরিশালে ঐতিহাসিক সীতারাম বসুর দিঘী উদ্ধারে তদন্তে প্রশাসনের নির্দেশ দেহেরগতি ইউনিয়নের মধ্যরাকুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম-অব্যবস্থাপনা চরমে চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র টোটন গ্রেপ্তার বরিশালে নিরাপত্তা জোরদার, ১৩ স্পটে তল্লাশি চৌকি সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন
ডিমলায় প্রতিবন্ধী শিশুকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত রফিকুল গ্রেপ্তার।

ডিমলায় প্রতিবন্ধী শিশুকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত রফিকুল গ্রেপ্তার।

সুজন মহিনুল।।নীলফামারীর ডিমলায় ১১ বছরের এক বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত ধর্ষণ চেষ্টাকারি রফিকুল ইসলাম(৫০)কে গ্রেপ্তার করেছেন ডিমলা থানা পুলিশ।গ্রেপ্তারকৃতকে বুধবার(১২ মার্চ)বিকেলে আদালতে সোপর্দ করা হয়।এর আগে মঙ্গলবার(১১ মার্চ)দুপুরে উপজেলার নাউতারা ইউনিয়নের নিজ পাড়া গ্রামে ন্যক্কারজনক এই ঘটনাটি ঘটে।গ্রেপ্তারকৃত রফিকুল ওই গ্রামের মৃত,মকবুল হোসেনের ছেলে।এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে ডিমলা থানায় একটি মামলা দায়ের করেছেন।মামলার এজাহার সুত্রে জানা যায়,ঘটনার দিন সকালে শিশুটির বাবা-মা শিশুটিকে বাড়িতে একা রেখে দিনমুজুরের কাজে যান।প্রতিবেশি রফিকুলের বাড়িতেও কেউ না থাকার সুযোগে তিনি শিশুটিকে ডেকে নিয়ে নিজ বাড়ির শয়ন ঘরে মুখ চেপে ধরে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করেন।এক পর্যায়ে শিশুটির মা ওই সময়ে বাড়িতে ফিরে শিশুটিকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি পর প্রতিবেশি রফিকুলের বাড়িতে শিশুটিকে খুঁজে পায়।পরে শিশুটির কাছ থেকে ঘটনা জেনে তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে নীলফামারী জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।ঘটনাটি এলাকায় জানাজানি হলে থানা পুলিশ রফিকুলকে গ্রেপ্তার করেন।পরে শিশুটির বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নম্বর-৮ দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ফজলে এলাহী বলেন,এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে একটি মামলা করেছেন।আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019