১১ নভেম্বর ২০২৫, ১০:৩০ অপরাহ্ন, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াসমুহ জোরদারকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৬ জানুয়ারি সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার ফারহানা ইয়াসমিন এর সভাপতিত্বে উপজেলার কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার( ভারপ্রাপ্ত)
মোঃ রুহুল আমিন ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রিফাত আহমেদ, পৌরনির্বাহী কর্মকর্তা মোসা:শাহীন সুলতানা, পুলিশ পরিদর্শক আল আমিন ,অধ্যাক্ষ দারুস সালাম একাডেমি মোঃ ফরিদুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন ঝালকাঠি জেলা জেডিএস এর পরিচালক মোঃ শাহ আলম খলিফা।
জেডিএস এর পরিচালক মোঃ শাহ আলম খলিফা বলেন তামাক জাত পণ্য বিক্রয় করতে হলে প্রতি দোকানে লাইসেন্স বাধ্যতামূলক করতে হবে। লাইসেন্স বিহীন তামাকজাত পণ্য বিক্রয় করিলে তাদের বিরুদ্ধে আইনানুর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন তামাক নিয়ন্ত্রণ আইন ২০০৫ বিষয়ে জনগণকে সচেতন করতে ছাত্রদের নিয়ে একটি র্যালী করা করা হবে।