০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩০ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, মঙ্গলবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গার
দর্শনায় পিতার ওয়ারিশ ফাঁকি দিয়ে গোপনে জমির গাছ বিক্রির অভিযোগে ভূমিদন্যু খ্যাত দর্শনার চাদপুরের শহিদুল কবিরাজের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে তাদের আত্নীয় স্বজনেরা। শনিবার রাত ৮ টায় দর্শনা প্রেসক্লাবে এ সংবাদিকদের উপস্থিতিতে ভুক্তভোগী জাহাঙ্গীর আলম লিখিত বক্তবে জানায়, দর্শনা পৌরসভাধীন ২ নং ওয়ার্ডের আবু তাহের ওরফে আবুল হোসেনের দক্ষিণ চাঁদপুর মৌজার হেড়ের জোল মাঠে ৩ বিঘা ৫ কাঁঠা চাষাবাদের জমি রয়েছে। ওই জমি একই পৌরসভাধীন ১নং ওয়ার্ডের দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত নায়েব আলী মন্ডলের ছেলে ছাদের আলী মন্ডল নিজের সম্পত্তি দাবি করে আবু তাহের ওরফে আবুল হোসেনের নামে মামলা দায়ের করে। এ মামলা দীর্ঘ ৩০ বছর যাবৎ চলমান থাকার পর মামলার রায় পাই আবু তাহের ওরফে আবুল হোসেন। গত সপ্তাহে আদালত আবু তাহের ওরফে আবুল হোসেন ওয়ারিশগনের নিকট জমি বুঝে দেন। কিন্তু সু-কৌশলে অন্য ওয়ারিশদের না জানিয়ে আবু তাহের ওরফে আবুল হোসেনের দ্বিতীয় স্ত্রীর সন্তান শহিদুল ইসলাম ওরফে শহিদুল কবিরাজ ওয়ারিশগণের ফাঁকি দিয়ে জমিতে থাকা আম ও মেহগণি গাছ বিক্রি করে দেয়।
গাছ কর্তনের বিষয় জানতে পেরে অন্য ওয়ারিশগন গাছ কাটা বাঁধা দিতে গেলে শহিদুল কবিরাজ উক্ত ব্যাক্তিদেরকে ছিনতাই ও চাঁদাবাজি মামলা দেওয়ার হুমকি-ধামকী দেয়। একই দিনে শহিদুল কবিরাজ
আব্দুল হাকিমের নাম উল্লেখ্য সহ ৪ জনের নামে হুমকি-ধামকী সহ মিথ্যা চাঁদাবাজীর অভিযোগ তুলে
বৃহস্পতিবার দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ করেন। মামলাবাজ শহিদুলের হাত থেকে মিথ্যা অভিযোগ ও মামলা থেকে মুক্তি পেতে তারই ওয়ারিশগণ এ সংবাদ সম্মেলন করেছে। শহিদুল কবিরাজ একই জমির ১৮ জনের ওয়ারিশের হক ফাকি দিয়ে আমাদের নামে মিথ্যা অভিযোগ বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন ও হয়রানী করে চলেছে। আমাদের দাবী আপনাদের পত্রিকার মাধ্যমে সত্য ঘটনা প্রকাশিত হলে সকলের প্রকৃত বিষয়টা জানতে পারবে।