০৯ অক্টোবর ২০২৪, ০৩:৩৩ অপরাহ্ন, ৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, বুধবার, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স
ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকেলে ময়মনসিংহ শহরের টাউন হল চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
জানা গেছে, বিকেলে সমন্বয়কদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবদুল্লাহ আল নকিব ও আসিক গ্রুপের সঙ্গে সোয়েব গ্রুপের সোয়েবের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবে, ওই ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।