০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন, ৭ই শাবান, ১৪৪৬ হিজরি, শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি পৌর মিনি পার্ক এলাকায় বুধবার ১৫ই মে বিকেলে জেলা ডিবি ,থানা পুলিশ ও ট্রাফিক বিভাগের যৌথ অভিযানে একাধিক মোটরসাইকেলের কাগজ পত্র বাছাই ও কাগজপত্র না থাকায় মামলা দেন ঝালকাঠি জেলার ট্রাফিক বিভাগের সার্জেন্ট মিজানুর রহমান।
এ বিষয়ে ঝালকাঠি জেলা ট্রাফিক বিভাগের সার্জেন্ট মিজানুর রহমান বলেন নির্বাচনকে সামনে রেখে শহরের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য জেলা পুলিশ সুপার আফরুজুল হক টুটুল স্যারের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। যাদের মোটরসাইকেলের কাগজপত্র সঠিক ছিল না তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে । আমাদের অভিযান অব্যাহত থাকবে।