০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন, ৭ই শাবান, ১৪৪৬ হিজরি, শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :১লা মে বুধবার মহান মে দিবস। দিবসটি উপলক্ষ্যে বুধবার সকালে ‘শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠি জেলা প্রশাসন এর উদ্যোগে এক বর্নাঢ্য র্যালীর আয়োজন করা হয়।
র্যালীটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়।
র্যালি শেষে ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহান মে দিবস- ২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহিতুল ইসলাম, সদর সার্কেল, ঝালকাঠি জেলা পুলিশ, বিভিন্ন সরকারি দপ্তরের ঊধ্বর্তন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং শ্রমিক-মালিক সহ অন্যান্য ব্যক্তিবর্গ।