২০ নভেম্বর ২০২৫, ০৮:১০ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ ২৮ সেপ্টেম্বর ও সাপ্তাহিক ছুটি শুক্রবার দুই দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে আমদানি রফতানি বন্ধ রয়েছে। তবে দুই দেশের পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানান ইমিগ্রেশন কতৃপক্ষ।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
তিনি জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ ২৮ সেপ্টেম্বর ও সাপ্তাহিক ছুটি শুক্রবার দুই দিন ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৩০ সেপ্টেম্বর শনিবার থেকে দুই দেশের মধ্যে আমদানি রফতানি কার্যক্রম পূর্বের নিয়মে চালু হবে।
হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমদানি রফতানিসহ পানামা পোর্ট অভ্যান্তরীন সকল কার্যক্রম বন্ধ রয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর শনিবার থেকে আমদানি রফতানিসহ পোর্ট অভ্যান্তরীন সকল কার্যক্রম পূর্বের নিয়মে চালু হবে।
এদিকে হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল জানান, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।