২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৩ পূর্বাহ্ন, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, শনিবার, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত পুলিশ সদস্যদের কৃতি শিক্ষার্থী সন্তানদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত জেলা পুলিশ আয়োজিত জেলা পুলিশে কর্মরত পুলিশ সদস্যদের কৃতি শিক্ষার্থী সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন সভাপতিত্বে জেলা পুলিশে কর্মরত পুলিশ সদস্যদের কৃতি শিক্ষার্থী সন্তানদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), হুমায়রা আক্তার, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, চুয়াডাঙ্গা, আবু জিহাদ ফকরুল আলম খান, ডিআইও-১, জেলা বিশেষ শাখাসহ সকল অফিসার ইনচার্জগণ, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, আরওআই, টিআই (প্রশাসন), সকল ক্যাম্প ইনচার্জসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশের সদস্য বৃন্দ। জেলা পুলিশে কর্মরত সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের সন্তানদের মধ্যে যারা ২৩ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান পরীক্ষায় সকল বিষয়ে A+ প্রাপ্ত হয় তাদেরকে পুলিশ সুপার বিশেষ ভাবে সম্মানী প্রদান করা হয়। এছাড়াও
আনুষ্ঠানিক ভাবে জিপিএ-৫ (A+) প্রাপ্ত কৃতি সন্তানসহ তাদের অভিভাবগণকে প্রাইজবন্ড, ক্রেস্ট, সার্টিফিকেট ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।