২৩ এপ্রিল ২০২৫, ০৮:০০ অপরাহ্ন, ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, বুধবার, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে মুলাদী উপজেলা কৃষক লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে মুলাদী উপজেলা পরিষদ চত্বরে মুলাদী উপজেলা কৃষক লীগের সভাপতি এইচ এম কামাল পাশা এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বদরুজ্জামান বদরুল ফকিরের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব কৃষিবিদ ড. মোঃ হারুন অর রশিদ বিশ্বাস,
কেন্দ্রীয় যুব লীগের সাবেক সহ সম্পাদক মোঃ মিজানুর রহমান,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা কৃষক লীগের সভাপতি এ্যাড সাইফুল ইসলাম গিয়াস।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড কাজী জসিম উদ্দিন,
মুলাদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আঃ বাড়ী, মুলাদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, মুলাদী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক, বরিশাল জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাড শেখ মোঃ মিজানুর রহমান, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কাওছার।
এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন মুলাদী উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ খান তোতা, মুলাদী পৌর কৃষক লীগের সভাপতি সিহাব উদ্দিন রাঢ়ী, মুলাদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম ফিরোজ, মুলাদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল, মুলাদী পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল হাওলাদার প্রমূখ।