২১ নভেম্বর ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হকসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার বোয়ালমারী মাঠে ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মাসুদ রানা জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বোয়ালমারি গ্রামের আতিকুর রহমানের ছেলে সাদিকুর রহমান(১৫) সকালে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহী গামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি বোয়ালমারি এলাকা অতিক্রম করছিল। ওই সময় রেললাইন পার হতে গিয়ে সাদিকুর ট্রেনে কাটা পড়ে। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।