২১ নভেম্বর ২০২৫, ০১:১০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স: বিশ্বজুড়ে আতঙ্ক বাড়াচ্ছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। ভারতেও বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত ৩২ জনের দেহে করোনাভাইরাসের নতুন এই ধরন শনাক্ত হয়েছে।
এরমধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়ে মুম্বইয়ে। সংক্রমণ রোধে রাজ্য দুই দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।
শনিবার (১১ ডিসেম্বর) ভারতের গণমাধ্যমে বলা হয়েছে, মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় গণ জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মুম্বাই পুলিশ। শনিবার থেকেই এই নির্দেশ কার্যকর হবে ৪৮ ঘণ্টার জন্য। মহারাষ্ট্রে এখন পর্যন্ত ১৭ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার সাড়ে তিন বছরের এক শিশুসহ সাত আক্রান্তকে চিহ্নিত করে রাজ্য স্বাস্থ্য দপ্তর। তাদের মধ্যে তিন জন তানজানিয়া, ব্রিটেন এবং দক্ষিণ আফ্রিকা থেকে সম্প্রতি মুম্বাই ফিরেছেন।