২০ এপ্রিল ২০২৪, ০৪:৩৭ পূর্বাহ্ন, ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, শনিবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ঘোড়াঘাটে নাশকতার দুই মামলায় বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মী কারাগারে ঘোড়াঘাটে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২০ রাত ১টার মধ্যে তীব্র ঝড়ের আশঙ্কা, হুঁশিয়ারি সংকেত পুড়ে ছাই আইসিইউ, অসংখ্য যন্ত্রপাতির ক্ষতি চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৩ রেকর্ড,হিট ওয়েভের সতর্কবার্তা বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো মামলা রাজনৈতিক নয়: প্রধানমন্ত্রী ঢাকা শিশু হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট দেশে তিনদিনের হিট অ্যালার্ট জারি গাড়ি-বাড়ি নিয়ে শো-অফ, ভুয়া ভিসা বিক্রি করে রাতারাতি কোটিপতি মামুন বানারীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ফুলেল শুভেচ্ছায সিক্ত মেনন
ভালুকায় মৃত ভায়ের জমি জোর পৃর্বক দখলের পায়তারা থানায় মামলা।

ভালুকায় মৃত ভায়ের জমি জোর পৃর্বক দখলের পায়তারা থানায় মামলা।

ময়মনসিংহ (বিশেষ) প্রতিনিধিঃ-ময়মনসিংহের ভালুকায় আপন বড় ভাই মিজাত আলী মৃত থাকায় তাহার জমি জোর পৃর্বক দখলের অভিযোগ উঠেছে ছোট ভাই মিয়া চাঁন শেখ এর বিরুদ্ধে। এ ঘটনায় মৃত মিজাত আলীর স্ত্রী বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করেছেন ।
ঘটনাটি ঘটেছে পৌরসভার ৭ নং ওয়ার্ড গজারি খাল রোডে। অভিযোক সূত্রে জানাযায় খারুয়ালী গ্রামের মৃত মিজাত আলী ও মিয়া চাঁন মিয়া সহোদর আপন ভাই, পূর্ব হইতে বিবাদীদের সাথে বাদী পক্ষের খারুয়ালী মৌজার ৩৫৩ নং খতিয়ানে, ৪২ নং জে এল, ৯.১৬.২১.৩০.৩৪৩.৩৭৭.৪২৩.৪৩৯.৪৪২.৪৪৭.৪৬১.নং দাগে সর্বমোট ৪ একর ৮৬ শতাংশ জমি নিয়ে মৃত মিজাত আলীর স্ত্রী জাহানারা বেগমের বিরোধ চলিয়া আসিতেছে। মিয়া চাঁন শেখ উক্ত জমি কোন প্রকার ভাগ বন্টন না করিয়া জোর পৃর্বক ভাবে দখলের পায়তারা করিয়া আসিতেছে। ০২/০৫/২১ রবিবার সকাল ১০ টার সময় মিয়া চাঁন দা,সাবল,লোহার,রড,বাশের লাঠি,নিয়ে তাহার লোক জন নিয়ে বেআইনী ভাবে, মৃত মিজাত আলীর জমিতে অনাধিকার প্রবেশ করিয়া ঘড় নির্মাণ করিতে থাকে। জাহানারা বেগম খোজ পেয়ে তাহার মেয়েদের সঙ্গে নিয়ে বাধা নিষেধ করিলে মিয়া চাঁন ও তাহার লোক জন ক্ষিপ্ত হইয়া তাদের হাতে থাকা লাঠি শোঠা দিয়ে জাহানারা ও তার দুই মেয়ে আইরিন ফারহানা ও লুনাকে মারপিট শুুুুরু করিলে আইরিন ফারহানা (হালিমোন্নেছা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা) তার ডান পা-টি ভেঙ্গে
যায় এবং সঙ্গে থাকা গয়না মোবাইল ছিনিয়ে নেয়। এসময় তাদের ডাক চিৎকার শুনিয়া আশ পাশে থাকা লোকজন আগাইয়া আসিলে হামলা কারিরা দ্রুত পালিয়ে যায়।আহত জাহানারা ও তার মেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এঘটনায় মৃত মিজাত আলীর স্ত্রী জাহানারা বেগম বাদী হয়ে,মিয়া চাঁন,নূরুল ইসলাম,আল ইসলাম,মামুন মিয়া,শিউলি আক্তার,রুপা আক্তার,সহ মোট ৬ জনকে আসামী করে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করেন মামলা নং ০৬/১৮৪, এ এস আই আতাউর রহনার বলেন,মামলা টি আদালতে প্রেরন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019