০৫ মে ২০২৪, ০৪:৩৫ পূর্বাহ্ন, ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, রবিবার, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
গৌরনদীতে আ.লীগের ১০৪ নেতাকর্মীর বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা দামুড়হুদায় অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক অনুদান প্রদান বাবুগঞ্জে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ ছাত্রলীগ নেতা জুয়েলের গণসংযোগ দর্শনার রেলবাজারের আলোচিত গাজা ব্যবসায়ী তহমিনা গ্রেফতার ঝালকাঠিতে পারিবারিক দ্বন্দ্বে সুজনকে পিটিয়ে হত্যা, বাবা ও ভাই গ্রেপ্তার ছেলের কবরে বেড়া দিতে গিয়ে মারা গেলেন বাবাও ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৩০ বরিশাল সিটিতে ৫ বছর পর সরকারি বরাদ্দে উন্নয়ন কাজের উদ্বোধন সিলেটে আগাম বন্যার আশঙ্কায়!! হাওরজুড়ে কৃষকের ব্যস্ততা চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতি ও দর্শনা সরকারি কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক এমএ গফুর ইন্তেকাল
আসামি ধরতে গিয়ে হামলায় আহত এএসআই, পালিয়ে বাঁচল কনস্টেবল। আজকের ক্রাইম-নিউজ

আসামি ধরতে গিয়ে হামলায় আহত এএসআই, পালিয়ে বাঁচল কনস্টেবল। আজকের ক্রাইম-নিউজ

আজকের ক্রাইম ডেক্স।। গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের সময় পুলিশের এক সহকারি উপ-পরিদর্শকের (এএসআই) ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হন তিনি। এ সময় তার সঙ্গে থাকা কনস্টেবল আত্মরক্ষার্থে পালিয়ে যান। মেট্রোপলিটন বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) আলামিন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে ওই এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঊনিশে টাওয়ারের কাছে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৭টার দিকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতাররা হচ্ছেন- গাজীপুর সিটি কর্পোরেশনের দীঘিরচালা এলাকার মিজানুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (৩০), একই এলাকার আমিনুল হকের ছেলে তুষার (৩০), আউটপাড়া এলাকার সাফিজ উদ্দিনের ছেলে ইসরাফিল (৩০), কিশোরগঞ্জের কটিয়াদী এলাকার আব্দুল মোজামের ছেলে ফরিদ মিয়া (২৫), এলাকার মোক্তার উদ্দিনের ছেলে আলাউদ্দিন (২৮) এবং মাদারীপুর শিবচরের জাহাঙ্গীর হোসেনের ছেলে মিলন হোসেন (২৯)।

বাসন থানা পুলিশ সূত্রে জানা গেছে, বাসন থানায় কর্মরত সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আব্দুর রহিম সংবাদ পান ওয়ারেন্টভুক্ত এক আসামি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঊনিশে টাওয়ারের কাছে সিয়াম বাসের টিকিট কাউন্টারের কাছে অবস্থান করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে কনস্টেবল তৈবুর রহমানকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে গ্রেফতারের চেষ্টা চালান। এ সময় ওই স্থানে উপস্থিত চিহ্নিত সন্ত্রাসীরা পুলিশের এএসআই আব্দুর রহিমের ওপর হামলা চালায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। ঘটনার সময় সঙ্গে থাকা কনস্টেবল আত্মরক্ষার্থে দৌড়ে অন্যত্র পালিয়ে যান। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে পুলিশ অফিসারকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) শেখ মিজানুর রহমান সাংবাদিকদের জানান, আব্দুর রহিমকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায় ১৮টি সেলাই দেওয়া হয়েছে। এ ঘটনায় হামলাকারী মাদক ব্যবসায়ীদের মধ্যে ৬জনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019