১৩ মে ২০২৪, ০৭:৫৮ অপরাহ্ন, ৪ঠা জিলকদ, ১৪৪৫ হিজরি, সোমবার, ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বাবুগঞ্জে সিএজি কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ঘোড়ার গাড়িতে বিদায় দিলেন প্রধান শিক্ষককে বরিশালে সুষ্ঠ নির্বাচনকে বেকায়দায় ফেলতে মনিরুজ্জামানের মতো প্রিজাইডিং অফিসারই যথেষ্ট বরিশাল জেলা ডিবি পুলিশের অভিযানে নয় কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ি গ্রেপতার। উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে: বরিশাল জেলাপ্রশাসক কেদারপুরে চেয়ারম্যান পদপ্রার্থী স্বপনের গণসংযোগ আগৈলঝাড়ায় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা রাজিহার ইউনিয়নের বাশাইল অনুষ্ঠিত বাবুগঞ্জ পাইলটে শতভাগ পাস, বাঁধভাঙ্গা উল্লাস বানারীপাড়ায় ধর্ষণ মামলা করায় বাদী ও সাক্ষীকে হত্যার হুমকি জীবননগরে যাত্রীবেশে পাখি ভ্যানচালকে জখম করে ভ্যান ছিনতাই
বরিশালে অটোচালকের গলায় ছুরি বসিয়ে ব্যাটারি ছিনতাই,, দম্পতিসহ আটক–৪

বরিশালে অটোচালকের গলায় ছুরি বসিয়ে ব্যাটারি ছিনতাই,, দম্পতিসহ আটক–৪

জামাল কাড়াল বরিশাল ব্যুরো

বরিশাল নগরীতে স্ত্রী ও দেড় বছরের সন্তানসহ অটোরিকশায় উঠে চালকের গলায় ছুরি বসিয়ে ব্যাটারি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। নগরীর শের-ই বাংলা হাসপাতাল সড়কের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আই. এইচ. টি) সংলগ্ন সড়কে গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।
আজ রোববার সকালে নগরীর পলাশপুরের রসুলপুরে অভিযান চালিয়ে অভিযুক্ত ছিনতাইকারী দম্পতিসহ ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন উপ-পলিশ কমিশনার (ডিবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পিপিএম-সেবা।এ ঘটনায় ছিনতাই হওয়া ব্যাটারি উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ছিনতাই ও প্রতারণা মামলা দায়ের হয়েছে।আহত অটোরিকশা চালক নগরীর পশ্চিম কাউনিয়ার বাসিন্দা হুমায়ুন (৪০)।গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছেন- সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের মোল্লার হাওলা গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে মাসুম হাওলাদার (৩০) ও তাঁর স্ত্রী সাথি (২৩)। এছাড়াও লুন্ঠিত মাল হেফাজতে রেখে কেনাবেচার অপরাধে নগরীর বাংলাবাজারের বড় বাড়ির পিছনে উজ্জল কাজীর বাসার ভাড়াটিয়া বিউটি বেগম (৪৩) ও মীর্জাগঞ্জ উপজেলার কিসমত শ্রীনগরের মৃত নুরুল ইসলাম খানের ছেলে মো: মাহবুবুর রহমানকে (৪৫) আটক করা হয়।প্রতারক দম্পতি তাঁদের শিশু সন্তান কোলে নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের সামনে থেকে অটোরিকশা ভাড়া করেন। তাঁরা মেডিকেলের পেছনের ব্যাপ্টিস্ট মিশন রোডে যাওয়ার কথা বলে চলতি পথে এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ।আহত অটোরিকশা চালক হুমায়ুনের বন্ধু আবু কালাম বলেন, ‘যাত্রীবেশে উঠে এ ঘটনা ঘটানো হয়েছে। হুমায়ুন এখন শেবাচিম হাসপাতালে ভর্তি রয়েছে। দরিদ্র হুমায়ুন অর্থ সংকটে ভুগছে।’উপ-পলিশ কমিশনার (ডিবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পিপিএম-সেবা বলেন, তারা সংঘবদ্ধ চক্রের সদস্য। এর আগেও এমন অপরাধ তারা করেছে। ছোট সন্তানকে নিয়ে গাড়ি ভাড়া করত। ফলে কোনো চালকই তাদের সন্দেহের চোখে দেখত না। এ ঘটনায় স্বামী ও স্ত্রীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019