২১ নভেম্বর ২০২৫, ১২:০০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক
গিয়ে ছিলেন বিয়ের দাওয়াত খেতে। কিন্তু বিয়ে বাড়িতে বিরিয়ানি খাওয়ার সময় মাংসের টুকরো পাননি আরিফ নামের এক যুবক। এতে টাকাটি হয় মিরাজ নামে আরেক জনের সঙ্গে।
তাৎক্ষণিক পরিস্থিতি শান্ত হলেও রেশ কাটেনি। প্রায় ছয় মাসের বেশি সময় পর আরিফ ভাড়াটে সন্ত্রাসী দিয়ে গুলি করে হত্যা করার চেষ্টা করেছে আরিফ। গুরুতর আহত মিরাজ হাসপাতালে চিকিৎসাধীন।
ভারতের উত্তরপ্রদেশের মাদিয়ানো এলাকায় সম্প্রতি এ ঘটনা ঘটেছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলছে, ছয় মাস আগে বিয়ের অনুষ্ঠানে মাংস না পেয়ে মিরাজের বাবার মুখে বিরিয়ানির প্লেট ছুড়ে মারে আরিফ। বাবার অপমানের প্রতিবাদে এগিয়ে আসেন ২০ বছরের মিরাজ। তখন অতিথিরা বিষয়টি মীমাংসা করে দেন।
কিন্তু মিরাজকে হত্যার পরিকল্পনা হিসেবে সন্ত্রাসী ভাড়া করেন আরিফ। অজয় কুমার নামে এক সন্ত্রাসী স্কুলভ্যান চালক মিরাজকে লক্ষ্য করে গুলি চালায়। এ ঘটনায় মিরাজের হাতে ও বুকে গুলি লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক। এ দু’জনকেই গ্রেফতার করেছে রাজ্য পুলিশ।