২১ নভেম্বর ২০২৫, ১২:১১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক
ভারতের উত্তরপ্রদেশের সাম্বাল জেলার সরকারি হাসপাতালের ভিতরে একটি কিশোরীর মৃতদেহ ছিঁড়ে খেয়েছে কুকুর। নির্মম এই ঘটনার একটি ভিডিও ক্ষোভ সৃষ্টি করেছে জনমনে।
বৃহস্পতিবার, এই সড়ক দুর্ঘটনার পরে কিশোরীকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর তাকে মৃত ঘোষণা করা হয়। পরে তার দেহ হাসপাতালের এক কোণে ফেলে রাখা হয়েছিল বলে জানা যাচ্ছে।
২০ সেকেন্ডের ওই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, স্ট্রেচারের উপর উঠে মুখ দিয়ে চাদর সরিয়ে মৃতদেহ খুবলে খাচ্ছে কুকুর।
খবর পেয়ে হাসপাতালে পরিবার পৌঁছালে এমন দৃশ্যই দেখেন তারা। স্থানীয় থানায় হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে মৃত কিশোরীর পরিবার। রাস্তার কুকুরের এই উপদ্রবের কথা স্বীকার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
ভিডিও