সোমবার, ০১ মার্চ ২০২১, ০৯:২১ অপরাহ্ন
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় বাইশারী বাজারে নারী ক্রেতাদের জন্য ওয়াসব্লক
নির্মাণ কাজে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে উপজেলার
ঐতিহ্যবাহী বাইশারী বাজারে নারী ক্রেতাদের সুবিধার্থে উপজেলা চেয়ারম্যান
আলহাজ্ব গোলাম ফারুকের উদ্যোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ওয়াসব্লক
নির্মাণের জন্য ১৩ লাখ টাকা বরাদ্দ দেন। ওই এলাকার অ্যাডভোকেট জাকির
হোসেন বাইশারী বাজারের খালের পাড়ে ওয়াসব্লকের জন্য নির্ধারিত ওই সম্পত্তি
নিজের দাবি করে দীর্ঘদিন ধরে নির্মাণ কাজে বাধা দিয়ে আসছিলেন। ফলে প্রায়
আড়াই বছর ধরে ঠিকাদার ওয়াসব্লক নির্মাণ কাজ সম্পন্ন করতে পারছিলেন না।
বৃহস্পতিবার সকালে ঠিকাদার নতুন করে নির্মাণ কাজ শুরু করলে অ্যাডভোকেট
জাকির হোসেনের লোকজন তাতে বাধা দেন। এ খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান
আলহাজ্ব গোলাম ফারুক উপজেলা সহকারি কমিশনার(ভূমি) অনুপ দাস, ওসি শিশির
কুমার পাল ও উপ-সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী নিজাম উদ্দিনকে নিয়ে
ঘটনাস্থলে ছুটে যান। এসময় বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা নারী ক্রেতাদের
স্বার্থে ওয়াসব্লক নির্মাণের দাবিতে বিক্ষোভ প্রদর্শণ করলে উপজেলা
চেয়ারম্যান গোলাম ফারুক নির্মাণ কাজ চালু করিয়ে দিয়ে তাদের শান্ত করেন।
তিনি এসময় অ্যাডভোকেট জাকির হোসেনের সঙ্গে মুঠোফোনে কথা বলে জনস্বার্থে
সরকারি কাজে বাধা না দেওয়ার জন্য বলেন। ###