২১ নভেম্বর ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
এস এম সুজন ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি :-করোনা পরিস্থিতিতে বিশ্ব যেখানে থমকে গেছে, ঘরমুখো হয়েপড়েছে সারা বিশ্বের নানা পেশার মানুষ, বৈশ্ববিক এমহামারিতে ভালুকায় উপজেলা পরিষদ হলরোমে সোমবার (১জুন) দুপুরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনা পরিস্থিতে উপজেলার ৯শত ৩২টি মসজিদের ইমামদের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে ৪৬ লাখ ৬০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু।
তিনি বলেন, করোনা পরিস্থিতিতে আমরা নিয়ম মেনে নিরাপদ দুরত্ব বজায় রেখে চলবো, মুখে মাস্ক ব্যবহার করবো, বারবার সাবান দিয়ে হাত পরিসস্কার করবো, তাহলেই আমরা করোনা যুদ্ধে জয়ি হবো।
এসময় উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, কৃষি কর্মকর্তা নার্গিস আক্তার, সুপার ভাইজার মাহফুজ শামীম, খাদ্য কর্মকর্তা হাসান আলী ও উপসহকারী কর্মকর্তা সাইদুল ইসলাম সচেতনতামুলক বক্তব্য রাখেন।