২১ নভেম্বর ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স
প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে বিভিন্ন সেবা দানকারী প্রতিষ্ঠানের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করছে।
আজ ২৮ মে বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তালায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের গভর্নর ও বরিশাল জেলা সভাপতি আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন’র নিজস্ব অর্থায়নে নির্মিত জীবাণু নাশক টানেল বরিশাল জেলা প্রশাসন কর্যালয়ে প্রদান করেন।
এসময় ফিতা কেটে জীবাণু নাশক টানেল ব্যবহারের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল, বাংলাদেশ মানবাধিকার কমিশন গভর্নর ও বরিশাল জেলা সভাপতি আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, ডেপুটি গভর্নর ও বরিশাল জেলা সাধারণ সম্পাদক কাজী আল-মামুন, ডেপুটি গভর্নর ও বরিশাল মহানগর সভাপতি আবু মাসুম ফয়সল, বরিশাল মহানগর সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হাওলাদার মিন্টু সহ সরকারি উর্ধতন কর্মকর্তা বৃন্দরা।