২১ নভেম্বর ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টার
জীবনের ঝুঁকি নিয়ে শিশু ও বয়োবৃদ্ধদের নিজ কাঁধে তুলে নিচ্ছে পটুয়াখালী জেলা পুলিশ ঘূর্ণিঝড় আম্পান এই দুর্যোগে
উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী সাইক্লোন ‘আম্পান’। এই দুর্যোগে জীবনের ঝুঁকি নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকার সম্মানিত নাগরিকবৃন্দকে আশ্রয়কেন্দ্রে আনা নেওয়া সহ শিশু ও বয়োবৃদ্ধদের নিজ কাঁধে তুলে নিচ্ছে জেলা পুলিশের সদস্যবৃন্দ। আশ্রয়কেন্দ্র ও ফেলে আসা বাড়ি ঘরে নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদান সহ রাস্তার উপর ভেঙ্গে পড়া গাছ অপসারণ করে দ্রুত রাস্তা চলাচলের উপযোগী করার কাজও চলমান রয়েছে।
বাংলাদেশ পুলিশের সম্মানিত অভিভাবক পরম শ্রদ্ধাভাজন আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) মহোদয়ের নির্দেশক্রমে পটুয়াখালী জেলা পুলিশ সাইক্লোনের পূর্বে যেমন তৎপর ছিল, সাইক্লোন চলাকালীন তৎপর আছে এবং সাইক্লোন পরবর্তী সকল কাজ সম্পাদন করতেও বদ্ধপরিকর।