২১ নভেম্বর ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া ও উজিরপুরে
প্রলয়ংকরী ঘুর্ণিঝড় আম্ফানের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে এ
দু’উপজেলার ফসলি জমি,চাষ করা মাছের ঘের ও পুকুর,ইটভাটা,কাঁচা
ঘরবাড়ি,পোল্ট্রি মুরগির খামার,গাছপালা ও পানের বরজের ব্যাপক ক্ষতি হয়েছে।
বিশেষ করে বানারীপাড়া ও উজিরপুরের শতাধিক মাছের ঘের ও পুকুরে চাষ করা
বিভিন্ন জাতের লাখ লাখ টাকার মাছ নদী,খাল,বিল ও জমির পানিতে বের হয়ে
গেছে।ফলে মৎস্য চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন। বের হয়ে যাওয়া মাছ শখের বসে
শিকারের জন্য শত শত মানুষকে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। এদিকে ঝড় ও
জলোচ্ছ্বাসের কারনে দুই উপজেলার পৌর শহর সহ ১৭ ইউনিয়নে জলাবদ্ধতার সৃষ্টি
হয়ে মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। অপরদিকে বিভিন্ন স্থানে গাছপালা পড়ে তার
ছিড়ে যাওয়া ও খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফলে
অন্ধকারে রয়েছে ওইসব এলাকার মানুষ। এসব কারনে এলাকাবাসীকে অন্তহীণ
দূর্ভোগ পোহাতে হচ্ছে। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা
শেখ আব্দুল্লাহ সাদীদ জানান সরকারীভাবে বানারীপাড়া উপজেলায় ঝড়ে
ক্ষতিগ্রস্থদের জন্য প্রাথমিকভাবে ২০ মে.টন চাল ও নগদ ৪০ হাজার টাকা
বরাদ্দ দেওয়া হয়েছে। যা থেকে আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া পরিবারগুলোর
মাঝে ২০ মে রাতে ও ২১ মে সকালে দু’বেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে।এছাড়া
ক্ষতিগ্রস্থদের মাঝে বিনামূল্যে ঢেউটিন,নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ
করা হবে। এ প্রসঙ্গে উজিরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)
অয়ন সাহা জানান ঝড়ে ক্ষতিগ্রস্থদের জন্য এ উপজেলায় ২০ মে.টন চাল ও নগদ ৪০
হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে শিশু ও গো খাদ্যের জন্যও নগদ
বরাদ্দ রয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের জন্য পরবর্তীতে আরও
বরাদ্দ দেওয়া হবে। ###