২১ নভেম্বর ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
নীলফামারী প্রতিনিধি।।নীলফামারীতে এক নারী সহ নতুন করে আরো ৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।বৃহস্পতিবার(২১মে) সন্ধ্যায় নীলফামারী সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন নতুন শনাক্তের বিষয়টি নিশ্চিত করে বলেন,দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পাওয়া রিপোর্টে নতুন করে জেলার আরও ৪ জনের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৬ জন।তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে ১৯জন নিজ-নিজ বাড়ি ফিরেছেন ও ২ জন মৃত্যুবরন করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, নতুন করে করোনা আক্রান্ত ৪ জনের মধ্যে জেলা সদরে ১ জন ও ডোমার উপজেলায় ১ নারী সহ ৩জন।