২২ নভেম্বর ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-
জাতীয় ভোটার দিবস উপলক্ষে গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে র্যালী, আলোচনা সভা ও জাতীয় পরিচয়কার্ড বিতরণ করা হয়েছে। উপজেলা চত্ত্বরে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আঃ রব হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন, উপজেলা আ’লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহসান আজাদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ নকিবুল হক, সাবেক সভাপতি বিএম বেলাল, গৌরনদী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ও উপজেলা রিপোটার্স ইউনিটির সভাপতি লুৎফর রহমান দীপ, দপ্তর সম্পাদক শেখ রায়হান শাওন। শেষে মুজিব বর্ষকে সামনে রেখে মাত্র ৩ অফিস কার্য দিবসে আবেদনকৃত জাতীয় পরিচয় পত্রের কার্ড বিতরণ করা হয়।