২২ নভেম্বর ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
রাহাদ সুমন,ঢাকা থেকে/ ঢাকার উত্তরা ১০ নং সেক্টরের কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে তিনদিন ব্যাপি আন্তর্জাতিক তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিল শুক্রবার বাদ মাগরিব শুরু হয়েছে। মসজিদ কমিটির সভাপতি ও বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো.মনিরুল ইসলাম মনি’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলের উদ্বোধনী দিন প্রধান বয়ান করেন আমেরিকার ব্রুকলিন হযরত বেলাল(রা.) মসজিদের ইমাম ও খতিব এবং আমির সুন্নাতি হজ্জ্ব কাফেলা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কোরআন ও ইসলামিক স্কলার মুফতি আব্দুল মালেক। বিশেষ অতিথির বয়ান করেন উত্তরা ৩নং সেক্টরের আল মাগফেরা জামে মসজিদের খতিব মুফতি ওয়াহিদুল আলম দা.বা.রানাভোলা খালিদ বিন ওয়ালিদ জামে মসজিদের খতিব মুফাচ্ছিরে কোরআন ও সাইখুল হাদিস মাওলানা আনোয়ারুল ইসলাম,সাভার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী আকরাম হোসাইন শেরপুরী প্রমুখ। মাহফিলে ১০নং সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মহিউদ্দিন আহমাদ সঞ্চালনা করেন। এসময় বরিশালের বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,ঢাকা ওয়াসা শ্রমিকলীগ নেতা আ.মন্নান প্রমুখ উপস্থিত ছিলেন।